ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুগলে চাকরি পেলেন সিলেটের আদনান 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
গুগলে চাকরি পেলেন সিলেটের আদনান  নাফিউল আদনান চৌধুরী

সিলেট: বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন ও প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে চাকরি পেয়েছেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্র নাফিউল আদনান চৌধুরী।  

বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক ছাত্র আদনান।

তিনি গুগলের আয়ারল্যান্ড (ডাবলিন) অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার (সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার) হিসেবে কাজ করবেন।

গত ৩১ জানুয়ারি গুগলের রিক্রুটমেন্ট বিভাগ থেকে তার চাকরি নিশ্চিত করা হয়। আগামী জুন অথবা জুলাইয়ে তিনি কাজে যোগ দেবেন।

নাফিউল আদনান চৌধুরী বলেন, ‘গুগলে প্রথম চেষ্টায় অফার পেয়ে যাওয়ার জন্য আমি আসলে খুবই ব্লেসড। আমার পরিবারসহ সবার অনুপ্রেরণায় আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব হতো না। ’

তিনি আরও বলেন, ‘আমার ভালো লাগছে, এতদূরে যেতে পেরেছি, অনেকে ইন্সপায়ার্ডও হয়েছেন। এটাও দেখে ভালো লাগছে। গন্তব্যে পৌঁছাতে একবার দুবার পিছিয়ে পড়লেও আবার উঠে দাঁড়ানো উচিত। চেষ্টা করা উচিত বারবার। সাফল্য ধরা দেবেই। ’

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
এনইউ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।