কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে অস্ত্র-গুলিসহ মোস্তাক (২৭) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানে (এপিবিএন) সদস্যরা।
৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো. কামরান হোসেন শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে উখিয়ার বালুখালী ময়নারঘোনা ক্যাম্প থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ মোস্তাককে আটক করা হয়। মোস্তাক ক্যাম্প-১১ (ব্লক- বি/১৫) এর আজিম আলীর ছেলে। জব্দ অস্ত্র-গুলিসহ মোস্তাককে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। আটক রোহিঙ্গার নামে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
উখিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ সনজুর মোরশেদ বাংলানিউজকে জানান, মোস্তাকের নামে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এসবি/এসআরএস