ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানবাধিকারের কথা বলে অনেকে স্বার্থ হাসিল করতে চায়: মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
মানবাধিকারের কথা বলে অনেকে স্বার্থ হাসিল করতে চায়: মোমেন ড. এ কে আব্দুল মোমেন, ছবি: বাদল

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মানবাধিকারের কথা বলে অনেক দেশই চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করতে চায়।
শনিবার ( ৫ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাওঁয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত 'ব্রান্ডিং বাংলাদেশ ' শীর্ষক এক সম্মেলনে তিনি অংশ নেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, জাতিসংঘ নয়, জাতিসংঘের কোনো কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে গুমের তালিকা দিয়েছিল। তবে এসব প্রতিষ্ঠান বাংলাদেশের কোনো কোনো বায়াসড প্রতিষ্ঠান থেকে তথ্য নেই। গুমের তালিকার অনেকেই ভূমধ্যসাগরে মারা গেছেন।

তিনি বলেন, আমরা চাই না কেউ গুম খুন হন। তবে আমাদের এখানে গুমের ঘটনা খুবই কম।


ড. মোমেন বলেন, আমরা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছি। তাই অনেক দেশ মানবাধিকারের কথা বলে চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করতে চায়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
টিআর/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।