ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, চীনা ঋণ নিয়ে অনেকেই অহেতুক ভয় দেখাচ্ছে। চীনা ঋণ নিয়ে ভয়ের কোনো কারণ নেই।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাওঁয়ে ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি’ আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক এক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, অনেক জ্ঞানপাপী বলছেন, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কার মতো চীনা ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে। সেটা ঠিক নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে ঋণের ফাঁদে পড়তে হলে ৪০ শতাংশ ঋণ নিতে হয়। আমরা ঋণ নিয়েছি মাত্র ১৬ শতাংশ। বেশির ভাগ ঋণ নিই বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। জাপান থেকেও ঋণ নিয়ে থাকি। চীনা ঋণ এসবের ধারেকাছেও নেই।
ড. মোমেন বলেন, তিস্তা ব্যারেজে চীন নাকি বিনিয়োগ করবে। তারা নাকি উৎসাহ দেখিয়েছে। তবে আমাদের বলেনি। আর এটা নিয়ে অনেকেই বলছেন, বাংলাদেশ নাকি চায়না হয়ে গেল!
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ নাকি চীনের লেজুড় হয়ে যাচ্ছে। আমরা নাকি ৮০ শতাংশ সামরিক সরঞ্জাম চীন থেকে কিনছি। যেটা সত্য নয়। আমরা তো সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, এমনকি ভারত থেকেও কিনছি। অনেক দেশ থেকেই কিনছি।
আরও পড়ুন:
মানবাধিকারের কথা বলে অনেকে স্বার্থ হাসিল করতে চায়: মোমেন
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
টিআর/এমজেএফ