ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় ৩টি ইটভাটাকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
মাটিরাঙ্গায় ৩টি ইটভাটাকে জরিমানা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফসলি কৃষি জমির মাটি ইটভাটায় ব্যবহার ও ব্রিকফিল্ডের লাইসেন্স না থাকায় এবং অবৈধ বনের কাঠ পোড়ানোর অপরাধে ৩টি ইটভাটাকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৩টি ইটভাটাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা।  

মাটিরাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪, ৫ ও ৬ ধারা অনুযায়ী ও ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার অবৈধভাবে বনের কাঠ পোড়ানো, লাইসেন্স না থাকায় ৩ ইটভাটার মালিককে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলবে বলে জানান মাটিরাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।