ঢাকা: বিশ্বের ২৪টি দেশের তিন শতাধিক গুমের অভিযোগ পর্যালোচনা করবে জাতিসংঘ। আগামী ৭-১১ ফেব্রুয়ারি জেনেভায় জাতিসংঘ অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জেনেভায় জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ১২৬তম বৈঠক ডাকা হয়েছে।
সেই বৈঠকে ৫ জন বিশেষজ্ঞ ‘গুম হওয়া’ ব্যক্তিদের স্বজন, নাগরিক সমাজের প্রতিনিধি, সরকার প্রতিনিধি ও অংশীজনদের সঙ্গে কথা বলবেন।
বৈঠক শেষে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে।
সূত্র জানায়, কোন ২৪টি দেশের গুম হওয়া নিয়ে আলোচনা করা হবে, সেটা প্রকাশ করেনি ওয়ার্কিং কমিটি। তবে, এর আগে জাতিসংঘ মানবাধিকার পরিষদে উত্থাপিত প্রতিবেদনে বাংলাদেশের নাম ছিল। জাতিসংঘ থেকে বাংলাদেশ সরকারের কাছে ৮৩টি গুমের বিষয়ে অভিযোগ করা হয়েছে। এর মধ্যে ৭৬টি অভিযোগ এখনো নিষ্পত্তি হয়নি।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
টিআর/এএটি