ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষা মনকে মুক্ত করে: বিক্রম দোরাইস্বামী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
শিক্ষা মনকে মুক্ত করে: বিক্রম দোরাইস্বামী

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, শিক্ষা মনকে মুক্ত করে। শিক্ষা প্রগতিশীল, সম্প্রীতি ও উন্নত জাতি গঠনে চালিত করে।

শনিবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাবে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এতে সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যও অংশ নেন।

পরে ভারতীয় হাইকমিশনার জাতীয় সংসদ ভবন চত্বরে আয়োজিত আরও একটি পূজার অনুষ্ঠানে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।