ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পর্যটন খাতকে ডিজিটাইজড করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
পর্যটন খাতকে ডিজিটাইজড করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী  ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পর্যটন খাতকে ডিজিটাইজেশন করে দেশে-বিদেশে পরিচিত করতে হবে। বিদেশি টুরিস্টদের টার্গেট করে এ খাতকে আরও টেকসই করতে হবে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন করপোরেশন ভবনের ব্যানকুইট হলে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের (বিটিইএ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি তিনি এ কথা বলেন।  

মন্ত্রী বলেন, পর্যটন শিল্প দেশের ভাবমূর্তিকে বিশ্বের দরবারে ইতিবাচকভাবে তুলে ধরে। এ কারণেই পর্যটন খাতকে গুরুত্ব দিতে হবে।

এরপর পর্যটন খাত বিকাশে বিশেষ অবদান রাখায় ‘জাতীয় ট্যুরিজম বিজনেস অ্যাওয়ার্ড ২০২১’ অনুষ্ঠানে ১১ ক্যাটাগরিতে ২৫ জনকে পুরস্কৃত করা হয়।  

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম মিনিস্ট্রি স্ট্যান্ডি কমিটির সদস্য সাংসদ সৈয়দা রুবিনা আক্তার মিরা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য ও ট্রিয়াবের সভাপতি খবির উদ্দিন আহমেদ, টোয়াবের সিনিয়র সহ-সভাপতি শিবলুল আজম কোরেশি ও বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।