ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৫০ বছর পূর্তিতে পোলিশ পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
৫০ বছর পূর্তিতে পোলিশ পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা পোলিশ পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউ

ঢাকা: বাংলাদেশ-পোল্যান্ড কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা জানিয়েছেন পোলিশ পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউ।  

রোববার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পোলিশ পররাষ্ট্রমন্ত্রী শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশ-পোল্যান্ড কূটনৈতিক সম্পর্কের ৫০ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য একটি মাইলফলক। বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি পোল্যান্ড।

গত ৫০ বছর ধরে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ পোল্যান্ডের প্রত্যাশিত অংশীদার। আগামী দিনে বাংলাদেশ-পোল্যান্ডের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।