ঢাকা: উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
টানা চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার (০৬ ফেব্রুয়ারি) সকালে ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর।
শোকবার্তায় ঢাকার ভারতীয় হাই কমিশন জানায়, সঙ্গীতের সঙ্গে ভারতরত্ন লতা মঙ্গেশকরের আত্মার বন্ধন এবং অদম্য কণ্ঠ শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছে। দক্ষিণ এশিয়া জুড়ে অসংখ্য মানুষের জীবনকে স্পর্শ করেছে তার গান।
‘নাইটিঙ্গেল অব ভারত’ সবার হৃদয়ে বেঁচে থাকবেন বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
টিআর/এনএসআর