ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন মানববন্ধন।

নড়াইল: নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রামচন্দ্রপুর বিলের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন-আউড়িয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মাহমুদ শেখ, ভুক্তভোগী এমদাদুল ইসলাম, শাহিন শেখ, মনা মিয়া, আজিবর শরীফসহ অনেকে।

ভুক্তভোগীরা বলেন, নড়াইলের রামচন্দ্রপুর এলাকায় প্রায় ৭০০ মিটার খাল খননের অভাবে এলাকার প্রায় একশ একর জমিতে পাঁচ বছর ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বোরো ধানসহ রবি শষ্য আবাদ করা যাচ্ছে না। এ কারণে এলাকার ৪০০ পরিবার ক্ষতির মুখে পড়েছে। আমাদের দাবি, মাত্র ৭০০ মিটার খাল খনন করে রামচন্দ্রপুর এলাকার জলাবদ্ধতা দূর করা হোক। এতে কৃষক বাঁচবে, ফসল উৎপাদন বাড়বে।

মেম্বার মাহমুদ শেখ বলেন, মাত্র ৭০০ মিটার খাল প্রায় ১৫ বছর ধরে সংস্কার করা হয় না। মাটি ভরাট হয়ে খালটি এখন সরু নালায় পরিণত হয়েছে। এ খাল দিয়ে পানি বের হতে না পারায় রামচন্দ্রপুর বিলের জলাবদ্ধতা কিছুতেই দূর হচ্ছে না। ফলে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। আমাদের জোর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।