গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুন লেগে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসসহ ২০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
রোববার (৬ ফেব্রুয়ারি) উপজেলার রামশীল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর আড়াইটার দিকে রামশীল বাজারের সজিব মোল্লার লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বাজারের অন্য দোকানে ছড়িয়ে পড়ে।
এতে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়, ওষুধের দোকান, স্বর্ণের দোকান, মুদি দোকানসহ ১৬টি দোকান-ঘর ও তিনটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এসআরএস