জয়পুরহাট: জয়পুরহাটে মীর হাসান (২৭) নামে এক ট্রাক্টর চালককে দুই হাত বেঁধে গলায় রশি পেঁচিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
রোববার (০৬ ফেব্রুয়ারি) সকালে বাড়ি থেকে ৩শ গজ দূরে একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান এ হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
মীর হাসান জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশা মিস্ত্রি পাড়ার বাসিন্দা শেখ ইয়াছিন আলীর ছেলে।
জানা গেছে, শনিবার (০৫ ফেব্রুয়ারী) সারাদিন মাঠে আলু তোলার কাজ শেষে রাতে স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন হাসান। এরই মাঝে রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তার সহকারী পার্শ্ববর্তী তেঘর কুড়ুয়া পাড়ার বাসিন্দা উজ্জ্বল বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যান। এর পর তিনি রাতে আর ফিরে আসেননি। পরে রোববার সকালে হাসানের বাড়ি থেকে ৩শ গজ দূরে একটি জঙ্গলে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে উজ্জ্বল নামে একজনকে ইতোমধ্যেই আটক করা হয়েছে। বাকিদেরও খুঁজছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
আরএ