ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে মফিজল হক (৬৯) নামে বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মফিজল ওই এলাকার মৃত বাহাদুল্লা ব্যাপারীর ছেলে।  

স্থানীয়রা জানায়, জমি নিয়ে দীর্ঘ দিন ধরে প্রতিবেশী জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেনের সঙ্গে মফিজলদের বিরোধ চলে আসছিল। রোববার বিরোধীয় জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ   হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে মফিজল ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারি উপ-পরিদর্শক (এএসআই)

জুয়েল বাংলানিউজকে জানান, জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।