ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেসবুকে পোস্ট দেখে বৃদ্ধাকে ঘর দিলেন ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
ফেসবুকে পোস্ট দেখে বৃদ্ধাকে ঘর দিলেন ইউএনও

লক্ষ্মীপুর: নদীতে ভেঙেছে দুইবারের গড়া বসতি। শেষ আশ্রয়ে কোনো রকম ঝুপড়ি ঘরেই চলছিল জীবন।

বৃদ্ধা জহুরা বেগমের এই অমানবিক জীবনযাপন নিজের ফেসবুক ওয়ালে তুলে ধরছিলেন তরুণ সাংবাদিক ও সমাজকর্মী জুনাইদ আল হাবিব।  

সেই পোস্ট দেখে নদীভাঙা অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের ব্যবস্থা করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বিজয়।  

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চর লরেন্স উঁচু দিঘিপাড় আশ্রয়ণ কেন্দ্রে উপকারভোগী বৃদ্ধাকে একটি ঘর হস্তান্তর করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বিজয়, উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) পুদম পুষ্প চাকমা, সাংবাদিক জুনাইদ আল হাবিব, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী, মাহে আলম শামীম, মাহবুব আলম, তারেক আজিজ প্রমুখ।  

ঘর পেয়ে খুশিতে অশ্রুসিক্ত হয়ে পড়েন জহুরা বেগম। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, আমার কেউ নেই। নদীতে দুইবার বাড়ি ভাঙছে। আমি ভিক্ষা করে খাই। আপনারা আমার পাশে দাঁড়াইছেন, আমি অনেক খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।  

সাংবাদিক জুনাইদ আল হাবিব বলেন, স্থানীয় একজনের কাছে তথ্য পাই ওই বৃদ্ধা ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন। তারপর আমি নিজের চোখে দেখে তা আমার ফেসবুক ওয়ালে তুলে ধরি। লেখাটি দেখার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এগিয়ে এসেছেন। ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। অবশেষে আজ ঘরটি বৃদ্ধাকে হস্তান্তর করা হয়েছে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বিজয় বলেন, ফেসবুকে সাংবাদিক জুনাইদ আল হাবিবের পোস্টটি আমার নজরে এলে আমি নদীভাঙা অসহায় বৃদ্ধার জন্য ঘর দেওয়ার উদ্যোগ নেই। ওই বৃদ্ধার আসলে পরিবারে কেউ নেই। খুবই অসহায় বলা চলে। তাই আমি প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের একটি উন্নতমানের ঘরের ব্যবস্থা করে দেই।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।