ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭ দিনের মধ্যে সব সাইনবোর্ডে বাংলা লেখার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
৭ দিনের মধ্যে সব সাইনবোর্ডে বাংলা লেখার নির্দেশ

রাজশাহী: রাজশাহী মহানগর এলাকায় সব ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলায় সাইনবোর্ড লেখার জন্য সময় বেঁধে দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।  

আগামী ৭ দিনের মধ্যে সাইনবোর্ড বাংলায় প্রতিস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর ব্যত্যয় হলে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হতে হবে।  

রোববার (৬ ফেব্রুয়ারি) রাসিকের রাজস্ব বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। সোমবার থেকে প্রতিষ্ঠানগুলোতে এই চিঠি পৌঁছে দেওয়ার পাশাপাশি একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।  

সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ৭ বছর আগেই বাংলায় সাইনবোর্ড লেখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সে নির্দেশনা এত দিনেও বাস্তবায়িত হয়নি। এখন থেকে কোনো প্রতিষ্ঠান তার সাইনবোর্ড ইংরেজিতে লিখলেও পাশে বাংলায় লিখতে হবে। রাজস্ব বিভাগের কর্মীরা সোমবার একই ধরনের চিঠি নিয়ে রাস্তায় বের হবেন। রাস্তার পাশে ইংরেজিতে লেখা যেসব সাইনবোর্ড চোখে পড়বে, সে প্রতিষ্ঠানে গিয়ে চিঠিতে প্রতিষ্ঠানের নাম লিখে সংশ্লিষ্টদের দেওয়া হবে।  

প্রধান রাজস্ব কর্মকর্তা আরও বলেন, ব্যবসায়ীদের ৭ দিন সময় দেওয়া হবে সাইনবোর্ডে বাংলা লেখার জন্য। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।  

বিদেশি প্রতিষ্ঠানগুলোর ইংরেজি নামের বিষয়ে তিনি বলেন, স্থানীয় কিংবা বিদেশি প্রতিষ্ঠানগুলো সাইনবোর্ডে ইংরেজি রাখতে পারবে। তবে ইংরেজির পাশাপাশি বাংলায়ও লিখতে হবে।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
এসএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।