ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চকরিয়ার তিন গাড়ির সংঘর্ষে নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
চকরিয়ার তিন গাড়ির সংঘর্ষে নিহত ৩

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বাস-পিকআপের সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।  

রোববার (৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্চপিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘটনার পর দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, চট্টগ্রামমুখী একটি পিকনিকের বাস ও একটি লবণবোঝাই পিকআপের সঙ্গে কক্সবাজারমুখী মিনি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।  

তিনি আরও জানান, নিহতের মধ্যে দুজন দুর্ঘটনা কবলিত বাস ও মিনি ট্রাকের চালক এবং অপরজন বাসের যাত্রী। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
এসবি/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।