ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) মৃত্যু হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা-আশাশুনি মহাসড়কের চাঁদপুর কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে সাতক্ষীরা-আশাশুনি মহাসড়কের চাঁদপুর কলেজ সংলগ্ন এলাকায় এক নারীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এসময় ওই নারীকে দ্রুত উদ্ধার করে তারা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। গুরুতর আহত অবস্থায় যখন তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল তখন তিনি জানিয়েছিলেন মোটরসাইকেলের আঘাতে তিনি আহত হন। এর বেশি আর কোনো কিছু বলতে পারেননি তিনি।

এদিকে, নিহত নারীর পরিচয় শনাক্তে সাতক্ষীরা সদর থানা পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় মাইকিং করা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে হয়েছে। তার পরিচয় জানতে সদর থানা পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।