ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাদের রেলিং ভেঙে পড়ে গৃহকর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
ছাদের রেলিং ভেঙে পড়ে গৃহকর্মীর মৃত্যু

বগুড়া: বগুড়া সদর উপজেলায় ছয় তলা ভবনের ছাদ থেকে রেলিং ভেঙে পড়ে পারুল (৪০) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বড়গোলা টিনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

পারুল সদর উপজেলার গোয়ালগাড়ি এলাকার বাসিন্দা এবং ওই ভবনের একটি ফ্ল্যাটের গৃহকর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার টিনপট্টি এলাকায় মাহমুদ হোসেন পিন্টু নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন ওই ছয়তলা ভবনটির একটি ফ্ল্যাটে বসবাসরত কয়েকজন ব্যাংক কর্মকর্তার জন্য রান্না করেতেন পারুল। সন্ধ্যার পর রান্না শেষে তিনি ভবন থেকে নেমে সড়কে ওঠার পরপরই ছয়তলা থেকে ইটের রেলিং ভেঙে তার মাথার ওপর পড়ে। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বাংলানিউজকে জানান, নিহত ওই গৃহকর্মীর মরদেহ ময়নাতদন্ত করা হবে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।