ঢাকা: ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠান্ডায় প্রাণ হারানো সাত বাংলাদেশি নাগরিকের মরদেহ ১২ ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে দেশে আসবে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রোমের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস সূত্রে জানা যায়, একজন নাগরিকের মরদেহ নিয়ে প্রথম ফ্লাইটটি ১০ ফেব্রুয়ারি রোম ত্যাগ করবে। এই ফ্লাইটটি ১২ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে৷ আরও এক জনের মরদেহ নিয়ে দ্বিতীয় ফ্লাইট ১১ ফেব্রুয়ারি রোম ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এই ফ্লাইট ঢাকায় পৌঁছাবে ১৩ ফেব্রুয়ারি। বাকি সব মরদেহের জন্য ফ্লাইট বুকিং করা হয়েছে, তবে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
দূতাবাস মরদেহ দ্রুততম সময়ে প্রত্যাবাসনের জন্য ইতালিয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
প্রসঙ্গত, ২৫ জানুয়ারি লাম্পেডুসা দ্বীপে যাওয়ার সময় দীর্ঘক্ষণ তীব্র ঠাণ্ডায় থাকায় সাত বাংলাদেশি নাগরিক মারা যান।
এই ৭ বাংলাদেশি হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল এবং মাদারীপুর সদর উপজেলার বাপ্পী। মৃত অপর দুইজন হলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জ ভৈরব উপজেলার সাইফুল।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
টিআর/জেডএ