বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় ট্রেনে কাটা পড়ে রেনু বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সোনাতলা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গত এক সপ্তাহ আগে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে রেনু চোখের অপারেশন করিয়েছেন। মঙ্গলবার সকালে বগুড়া শহরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দেবর ও দেবরের স্ত্রী। তারা সোনাতলা উপজেলার রেলস্টেশনের দুই নম্বর গেট পার হওয়ার সময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ৪৯২ ডাউন লোকাল (কলেজ ট্রেন) ট্রেনে কাটা পড়েন রেনু। এতে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য বেনুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
আরআইএস