বরগুনা: বরগুনার আমতলী উপজেলা মাছ বাজারে উঠেছে দুটি শাপলাপাতা মাছ। মাছ দুটির ওজন ১৬০ কেজি, দাম ৭২ হাজার টাকা।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তালতলী উপজেলা মাছ বাজার থেকে আমতলী বাজারে নিয়ে আসেন জেলে আনছার আলী। সোমবার রাতে বুড়িশ্বর নদীর সাগর মোহনায় মাছ ধরার জন্য জাল পাতেন ফকিরহাটের এই জেলে।
মঙ্গলবার সকালে জাল তুলতে গিয়ে দেখেন জালে বিশাল আকারের (১২০ কেজি ওজনের) একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে। ওই মাছের সঙ্গে ছোট আরও একটি (৪০ কেজি ওজনের) মাছ ধরা পড়ে তার জালে।
আনছার আলী মাছ দুটি আমতলী মাছ বাজারের সুমন মৎস্য আড়তে বিক্রির জন্য নিয়ে আসেন। মাছ দুটি কিনে নেন খুচরা বিক্রিতা হারুন গাজী। তিনি বড় মাছটি ভাগা দিয়ে ৫০০ টাকা কেজি দরে ৬০ হাজার টাকা এবং ছোট মাছটি সাড়ে ৩০০ টাকা কেজি দরে ১৪ হাজার টাকায় বিক্রি করেন।
সুমন মৎস্য আড়তের মালিক আব্দুল বারেক জানান, একক ক্রেতা না পাওয়ায় খুচরা বিক্রেতারা কিনে তা ভাগা দিয়ে বিক্রি করেছেন।
আমতলী উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা হালিমা সরদার জানান, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এই মাছ ধরা থেকে বিরত রাখতে জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এমজেএফ