ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অজ্ঞানপার্টির খপ্পরে বাবা-ছেলে, খোয়া গেলো লাখ টাকা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
অজ্ঞানপার্টির খপ্পরে বাবা-ছেলে, খোয়া গেলো লাখ টাকা  ছবি: প্রতীকীি

ঢাকা: রাজধানীর গুলিস্তানে বাসের ভেতর বাবা-ছেলে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। তারা হলেন রাসেল (২২) ও তার বাবা বিল্লাল হোসেন (৬০)।

বুধবার (৯ ফেব্রুয়ারি)  বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে স্টোমাক ওয়াশ করানোর পর মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বাড়ি চাঁদপুর হাইমচর উপজেলায়।  

একটু সুস্থ হওয়ার পরে হাসপাতালে ভুক্তভোগী রাসেল নিজেই জানান, তিনি দুবাই যাওয়ার জন্য একটি এজেন্সিতে টাকা জমা দিতে বাবাকে সঙ্গে নিয়ে গ্রাম থেকে ঢাকা এসেছিলেন। লঞ্চ থেকে সদরঘাটে নেমে সেখান থেকে একটি বাসে ওঠেন। তাদের গন্তব্য ছিল ফকিরাপুল।  

তিনি জানান, বাসে ওঠার কিছুক্ষণ পর এক হকার বাসে ওঠে। তখন তার কাছ থেকে হালুয়া কিনে বাপ ছেলে দুজনই খান। এর আর কিছু মনে নেই তার। তাদের কাছে ১ লাখ টাকা ছিল বলে জানান রাসেল।

এদিকে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুদিপ কুমার  জানান, এক সিএনজি অটোরিকশা চালক তাদেরকে গুলিস্তান গোলাপ শাহ মাজারের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল নিয়ে যান। পরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাদেরকে দেখতে পাই। ঢাকা মেডিক্যাল থেকে তাদেরকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি জানান, বাপ ছেলে দুজন গ্রাম থেকে ঢাকা এসেছিলেন বিদেশে যাওয়ার জন্য একটি এজেন্সিতে টাকা জমা দিতে। বাসের ভেতর তারা অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। বিস্তারিত তদন্তের পর বলা যাবে। তাদের কাছ থেকে এক লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এজেডএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।