ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কৈখালী ইউপির ২ বারের চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
কৈখালী ইউপির ২ বারের চেয়ারম্যান  গ্রেফতার শেখ আব্দুর রহিম

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের নিজ বাড়ি থেকে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়।

শেখ আব্দুর রহিম শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আবু দাউদের ছেলে।

তবে, স্থানীয় প্রত্যক্ষদর্শীসহ তার পরিবারের সদস্যদের দাবি, গ্রেফতারের সময় আব্দুর রহিমকে রাস্তার ওপর ফেলে বেপরোয়া মারপিট করা হয়।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে ৪টি জিআর মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও তিনি ছয়টি মামলার সাজাপ্রাপ্ত আসামি।

২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন শেখ আব্দুর রহিম।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।