ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সুদানি প্রতিনিধি দলের শ্রদ্ধা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সুদানি প্রতিনিধি দলের শ্রদ্ধা

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করেছে দক্ষিণ সুদানি প্রতিনিধি দল।

বুধবার (৯ ফেব্রুয়ারি) প্রতিনিধি দলের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা সফররত দক্ষিণ সুদানের পররাষ্ট্র উপমন্ত্রী দেং দাউ দেংয়ের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় প্রতিনিধিদলকে স্বাগত জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রবীণ মুক্তিযোদ্ধা বীরপ্রতীক লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির। পরে প্রতিনিধি দলের সদস্যরা জাদুঘর ঘুরে দেখেন।

প্রসঙ্গত, দক্ষিণ সুদান থেকে বাংলাদেশে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দ্বিপাক্ষিক সফর এসেছে। প্রতিনিধি দলে বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি রয়েছেন।  সুদানি প্রতিনিধি দল গত ৭ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছায়। আগামী ১২ ফেব্রুয়ারি তারা ঢাকা ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।