ঢাকা: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ওয়াশিংটন ডিসিতে সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
১৯৭২ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তির দিনেই দুই পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ওই সময় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টেলিফোনে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তারা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।
আরও পড়ুন:
পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন
যে কারণে ড. মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
টিআর/জেএইচটি