বরিশাল: নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভেজালবিরোধী অভিযানে বরিশালে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া ও সুমি রাণী মিত্রের নেতৃত্বে বুধবার (০৯ জানুয়ারি) বরিশালের হিজলা উপজেলা সদরে এ অভিযান চালানো হয়।
অভিযানে জাকির স্টোরের প্রোপাইটর মো. জাকির হোসেন, দেত্তয়ান স্টোরের প্রোপাইটর মো. আব্দুল জলিল দেত্তয়ান, মমতাজ সুইটসের প্রোপাইটর মো. মাকসুদুল রহমান, মরণ চাঁদ মিষ্টান্ন ভাণ্ডারের প্রোপাইটর বিমল দেবনাথ, পিউশী কসমেটিকসের প্রোপাইটর মো. বাকের হোসেন, কাত্তসার ভ্যারাইটিজ স্টোরের প্রোপাইটর মো. কাত্তসার, জসিম ভ্যারাইটিজ স্টোরের প্রোপাইটর মো. জসিম ও মা ভ্যারাইটিজ স্টোরের প্রোপাইটর মো. আবু জাফরকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এমএস/এমজেএফ