ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গণপিটুনিতে প্রাণ গেল মোটরসাইকেল চোরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
গণপিটুনিতে প্রাণ গেল মোটরসাইকেল চোরের রবিউল ইসলাম বাটুল

দিনাজপুর: দিনাজপুরের সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের সদরপুর গ্রামে গণপিটুনিতে রবিউল ইসলাম বাটুল (৪০) নামে এক মোটরসাইকেল চোরের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার সময় ওই গ্রামের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

রবিউল ইসলাম খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের বকুলতলা পাড়ার আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলার ২নং সুন্দরপুর ইউনিয়নের সদরপুর চাকার বাজার এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয়রা দেখতে পায়। এরপর তাকে ধাওয়া করে ধরে সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে জনগণ তাকে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, নিহত রবিউলের নামে কোতয়ালীসহ বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।