ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কত সম্পদ আছে রেজা কিবরিয়ার?

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
কত সম্পদ আছে রেজা কিবরিয়ার?

নথিতে গরমিল এবং কর ফাঁকির অভিযোগে গণ অধিকার পরিষদের আহ্বায়ক এবং আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে নোটিশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর-এর বিভিন্ন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

২০১৮ সালের নির্বাচনী হলফনামায় ড. রেজা কিবরিয়ার দেওয়া তথ্যানুসারে, ঢাকার পূর্বাচলে ১০ কাঠা জমি, ধানমণ্ডিতে উত্তরাধিকারসূত্রে ১৪টি ফ্ল্যাট রয়েছে তার। এছাড়া গুলশানেও তার একটি ফ্ল্যাট রয়েছে।

তথ্যমতে, রেজা কিবরিয়া ব্যাংক আমানত থেকে বার্ষিক ৬ লাখ ৪৯ হাজার টাকা এবং পরামর্শক খাত থেকে ৮৫ লাখ টাকা আয় করেন।

এছাড়া তার নামে ব্যাংকে ৯৭ লাখ টাকা, স্টক এক্সচেঞ্জে ১৭ লাখ টাকা, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগ ৪০ লাখ টাকা, গাড়ি অর্জনকালীন মূল্য ১০ লাখ টাকা, ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণ, ইলেকট্রনিক্স সামগ্রী ও আসবাবপত্র রয়েছে ২ লাখ টাকার।

শুধু তাই নয়, ২০১৮ সালের নির্বাচনের আগে বিভিন্ন গণমাধ্যমে এও প্রকাশ হয় যে, হবিগঞ্জের সবচেয়ে ধনী প্রার্থী রেজা কিবরিয়া।

জানা গেছে, একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বৈদেশিক লেনদেন, বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অবাণিজ্যিক আর্থিক লেনদেন এবং শেয়ার মার্কেটের বিনিয়োগের বিষয়টি রেজা কিবরিয়া আয়কর নথিতে গোপন করেছেন।

এছাড়া বিদেশি অনুদান, ব্যবসা প্রতিষ্ঠান এবং ধানমন্ডি ও গুলশানের নিজ মালিকানাধীন সম্পত্তি থেকে প্রাপ্ত বিপুল আয় গোপন রেখে রেজা বরাবরই সর্বনিম্ন কর দেন। সম্পদ গোপন, মানি লন্ডারিং ও আয়কর ফাঁকির অভিযোগে এই নোটিশ জারি করা হয় বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা।

রেজা কিবরিয়া ধানমন্ডির সেই ১৪টি ফ্ল্যাট থেকে ভাড়া বাবদ প্রতিমাসে অন্তত দেড় কোটি টাকা আয় করেন।

এছাড়া ২০১৫ সালে কোম্পানির ওয়েবসাইট উন্মোচনের মাধ্যমে ইন্টিগ্রো হোল্ডিংসের চেয়ারম্যান হিসেবে নিজেকে পরিচয় দেন রেজা কিবরিয়া।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।