ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় অভিমান করে স্কুলছাত্রীর আত্মহনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
আগৈলঝাড়ায় অভিমান করে স্কুলছাত্রীর আত্মহনন

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহননকারী এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার দক্ষিণ বাগধা গ্রামের মশিউর রহমানের মেয়ে ও বাগধা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী হাসিবা আক্তার। তুচ্ছ ঘটনা নিয়ে তার বাবা-মা গালমন্দ করায় অভিমান করে বৃহস্পতিবার রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় সে।

উপ-পরিদর্শক আলী হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠান।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।