ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বীর মুক্তিযোদ্ধা হাশেম বালীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
বীর মুক্তিযোদ্ধা হাশেম বালীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা হাশেম বালীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

বরিশাল: বরিশালের উজিরপুরে পৌরসভার ০৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাশেম বালীকে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে পৌরসভার ০৪ নম্বর ওয়ার্ডের বালী বাড়ি মসজিদের ময়দানে বীর মুক্তিযোদ্ধা হাশেম বালীকে গার্ড অব অনার দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করে। এ সময় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারি, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, সেকেন্দার আলী হাওলাদারসহ গ্রামের সব শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে তাদের পারিবারিক  কবরস্থানে তাকে দাফন করা হয়। গত বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা হাশেম বালী মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহ৷ ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।