ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভূমধ্যসাগরে মারা যাওয়া ইমরানের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
ভূমধ্যসাগরে মারা যাওয়া ইমরানের দাফন সম্পন্ন

মাদারীপুর: সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে প্রচণ্ড ঠাণ্ডায় মারা যাওয়া মাদারীপুরের ইমরান হাওলাদারের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গ্রামের বাড়ি মাদারীপুরে জানাজা শেষে দাফন করা হয়।

এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ এসে পৌঁছায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ইমরানের মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। পরে মরদেহ একনজর দেখতে ভিড় করেন পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা।  

শনিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ইমরানকে।  

পারিবারিক সূত্রে জানা গেছে, ধারদেনা করে জেলা সদরের দক্ষিণপাড়া গ্রামের সলেমান বেপারীর ছেলে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য সামাদ বেপারীকে ৮ লাখ টাকা দেন ইমরানের ভ্যানচালক বাবা শাজাহান হাওলাদার। এ ঘটনায় দালালদের কঠোর বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নিহত একজনের মরদেহ দেশে আনার পর জানাজা শেষে দাফন করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, ২২ জানুয়ারি অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া হয়ে ইঞ্জিনচালিত নৌকায় ইতালি যাওয়ার পথে প্রচণ্ড ঠাণ্ডায় মারা যায় সাত বাংলাদেশি। তাদের মধ্যে পাঁচজনই মাদারীপুরের বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।