রাজবাড়ী: রাজবাড়ীতে বাস থেকে নামার সময় প্রাইভেটকারচাপায় সবুজ প্রামাণিক (৩২) নামে একজন নিহত হয়েছেন।
নিহত সবুজ রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রশিক্ষণার্থী ছিলেন।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়রের আলাদীপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুজন শেখ বলেন, সকাল ১০টার দিকে বাস থেকে নেমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা সাদা রংয়ের একটি প্রাইভেটকার সবুজকে ধাক্কা দেয়। তখন স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার মো. ফরহাদ হোসেন জানান, তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে।
রাজবাড়ী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। ঘাতক গাড়িটিকে খুঁজে বের করতে আমরা তৎপর রয়েছি।
রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ নুর আহাম্মদ বাংলানিউজকে জানান, সবুজ প্রামানিক টিটিসির প্রশিক্ষণার্থী ছিলেন। তিনি তিনদিনের ট্রেনিং শেষ করেছেন। আজকে সার্টিফিকেট নিতে আসছিলেন। কিন্তু টিসির সামনেই তাকে ঘাতক প্রাইভেটকার চাপা দেয়।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এনটি