ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়তে নিরলস পরিশ্রম করছেন শেখ হাসিনা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়তে নিরলস পরিশ্রম করছেন শেখ হাসিনা 

শরীয়তপুর: পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।  

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের ফলে বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নের 'রোল মডেল'।

এ মহান রাষ্ট্রনায়কের নিরলস পরিশ্রমের ফলে সব সূচকে বাংলাদেশ এখন অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে যাচ্ছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমখালী ইউপি চেয়ারম্যান মহসিন হক আবু বেপারীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, ইউএনও তানভীর আল নাসীফ, সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আকবর পাইক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সাংগঠনিক সম্পাদক স্বপন সিকদার, ডিএম খালী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জসিম মুন্সী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

এনামুল হক শামীম আরও বলেন, সারাদেশে আজ অসহায় অনেক পরিবার প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছে, তাদের মাথা গোঁজার একটি নির্দিষ্ট ঠাঁই হয়েছে। করোনায় সারাবিশ্বের অর্থনীতি বিপর্যস্ত হলেও দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়াস চালাচ্ছে সরকার। মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে মানুষের জীবন সুরক্ষার পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে।

সখিপুর থানার বিভিন্ন ইউনিয়নে অসহায় পরিবারের মধ্যে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ৬২৫টি ঘর দেওয়া হয়েছে। এর মধ্যে ডিএমখালীতে ৩০টি ঘর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।