ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারের মদিনা আশিক টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস থেকে একাধিক ইউনিট দ্রুত সেখানে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে লিডার জীবন মিয়া জানান, শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদে ঘটনাস্থলে ৫ ইউনিট পাঠানো হয়। পরে একটি ইউনিট কাজ করে, কিছু পরেই আগুন নির্বাপন করে ফেলে।
তিনি বলেন, চকবাজারের ১৬ তলা মদিনা আশিক টাওয়ারের ৭ তলার কার্নিশে ময়লার স্তূপে ইমিটেশনের পরিত্যক্ত মালামালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট পাঠানো হয়। পরে আরও একটি ইউনিট সেখানে যোগ দেয় এবং আগুন নিভিয়ে ফেলে।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০২২
এজেডএস