ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসের পাতি ভেঙে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
বাসের পাতি ভেঙে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১৫

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার পুঁড়াপাড়া নামক স্থানে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাসের পাতি ভেঙে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

পরে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা হাসপাতাল ও মেহেরপুর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা আল্লাহর দান (যশোর-ব-১১-০০০৪) বাসটি পুড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনার শিকার হয়।

আহতদের মধ্যে বাসচালক গাংনীর বাঁশবাড়িয়া গ্রামের ফোরকান আলী (৫৮), হাফিজুর রহমান (৫২) এবং গাংনী শহরের উত্তরপাড়া এলাকার চাউল ব্যবসায়ী আব্দুস সামাদকে (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন নাজমুল হোসেন, ফিরোজা খাতুন, রুস্তুম আলী, বাবর হোসেন, দিলারা খাতুনসহ বেশ কয়েকজন।

বাসচালক ফোরকান আলী জানান, খানা খন্দে ভরা রাস্তায় ঝাঁকুনিতে একটি পাতি ভেঙে গেলে তিনি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি রাস্তার পাশে একটি কদম গাছের সঙ্গে জোরে ধাক্কা লেগে সামনের অংশে দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।