মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোনের অভিযোগ উঠেছে। এর মাধ্যমে সাধারণ জনগণকে হয়রানিসহ অর্থ আদায়ের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন মীর নাহিদ আহসান।
তিনি লেখেন: ‘জেলা প্রশাসক, মৌলভীবাজারের দাপ্তরিক মোবাইল নম্বর +৮৮ ০১৭১৫১৭১৭৮৬ ক্লোন করা হয়েছে। ক্লোন করা দাপ্তরিক নম্বর ( +৮৮ ০১৭১৫১৭১৭৯৬) ব্যবহার করে নগদ/বিকাশের মাধ্যমে কেউ টাকা পাঠাতে বললে অথবা অপ্রত্যাশিত/অসামঞ্জস্য কোনো বার্তা দেওয়া হলে, সে অনুযায়ী কাজ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো। ’
এ ঘটনায় জড়িততের শনাক্তে কাজ চলছে। জেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার বিকেলে ক্লোন করা নম্বর থেকে ফোন করে নগদে পাঁচ হাজার টাকা ০১৯৪৪০৬৩৯৭৫ নম্বরে পাঠাতে বলা হয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের কাছে।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
বিবিবি/এনএসআর