ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে একদিনে ৩ জনের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
গাংনীতে একদিনে ৩ জনের আত্মহত্যা

মেহেরপুর: গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে এক কলেজছাত্রসহ তিন জন আত্মহত্যা করেছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানায়, মানুষিকভাবে ভেঙ্গে পড়ায় গাংনী উপজেলার চিৎলা গ্রামের বকুল হোসেনের ছেলে কলেজ ছাত্র পিয়াস (২৪), পারিবারিক কলহের জের ধরে চেংগাড়া গ্রামের কৃষক আবু শামা(৫০) নিজ ঘরে গলাই দড়ি দিলে মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে গাংনী, সেখান থেকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়ার পথে ভোররাতে ঢাকার মানিকগঞ্জের মধ্যে মারা যায়। আবু শামা চেংগাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

এছাড়া একই উপজেলার তেরাইল গ্রামে আবুল খায়ের (৭০) নামের এক বৃদ্ধ পেটের পিড়া সইতে না পেরে ১২ ফেব্রুয়ারি বেলা ৩ টার দিকে উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।

ওসি আব্দুর রাজ্জাক জানান, তিনটি মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।