গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার চকমামরোজপুর গ্রামে যৌতুক না পেয়ে স্বামীর নির্যাতনে সুমনা বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সুমনার বাবা আব্দুর রহিম বলেন, ২০১৩ সালে চকমামরোজপুর গ্রামের আনছার আলীর ছেলে সোহেল মিয়ার সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী সোহেল যৌতুকের জন্য সুমনার ওপর নিযার্তন চালিয়ে আসছিল। এরই জেরে গত শনিবার রাতের কোনো এক সময় সুমনাকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় সোহেল।
সকালে প্রতিবেশীরা ঘরে ঝুলন্ত অবস্থায় সুমনার লাশ দেখতে পায়। পরে দুপুরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২০২২
আরএ