ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
গাইবান্ধায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার চকমামরোজপুর  গ্রামে যৌতুক না পেয়ে স্বামীর নির্যাতনে সুমনা বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সুমনা চকমামরোজপুর গ্রামের আব্দুর রহিম মিয়ার মেয়ে।

সুমনার বাবা আব্দুর রহিম বলেন, ২০১৩ সালে চকমামরোজপুর গ্রামের আনছার আলীর ছেলে সোহেল মিয়ার সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী সোহেল যৌতুকের জন্য সুমনার ওপর নিযার্তন চালিয়ে আসছিল। এরই জেরে গত শনিবার রাতের কোনো এক সময় সুমনাকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় সোহেল।  

সকালে প্রতিবেশীরা ঘরে ঝুলন্ত অবস্থায় সুমনার লাশ দেখতে পায়। পরে দুপুরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।