ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে কবিতা আবৃত্তির মাধ্যমে বসন্তবরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
মাদারীপুরে কবিতা আবৃত্তির মাধ্যমে বসন্তবরণ

মাদারীপুর: মাদারীপুরে কবিতা আবৃত্তির মাধ্যমে ঋতুরাজ বসন্ত উৎসব পালন করেছেন শিল্পীরা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শহরের শহীদ কানন চত্বরে ‘উদ্ভাস আবৃত্তি’ সংগঠনের আয়োজনে চলে এই বসন্তবরণ উৎসব।

 

কবিতা আবৃত্তি ছাড়াও সংগীত, নৃত্য ও অভিনয়ে অংশ নেয় শিশু-কিশোরীসহ বিভিন্ন বয়সের শিল্পীরা।

অনুষ্ঠান দেখতে ভিড় জমান দর্শক স্রোতারা। শিল্পীদের পরিবেশন করা আবৃত্তি, সংগীত ও নৃত্য দেখে মুখরিত তারা। সবাইকে একত্রে আনন্দ দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনের নেতারা।

মাদারীপুরের উদ্ভাস আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক কুমার লাভলু জানান, ২০০৬ সালে প্রতিষ্ঠিত ‘উদ্ভাস’ আবৃত্তি সংগঠনটি ২০১৩ সাল থেকে বসন্তবরণ উৎসব করে আসছে। প্রতিবছরই ভোরে শুরু হওয়া এই অনুষ্ঠান দিনব্যাপী চলে। এতে অংশ নেয় সংগঠনের শতাধিক শিল্পী।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।