ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যা

যশোর: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে জহুরুল মণ্ডল (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ওই কেন্দ্রের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জহুরুলের মরদেহ উদ্ধার করা হয়।



নিহত জহুরুল পাবনার আতাইকুলা উপজেলার বামনডাঙা গ্রামের জেলাল মণ্ডলের ছেলে। জহুরুল হত্যা মামলার আসামি ছিল। সে ২০২১ সালের ৩০ নভেম্বর শিশু উন্নয়ন কেন্দ্রে আসে। তার হত্যা মামলা বিচারাধীন।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান বাংলানিউজকে বলেন, সকালে ভালোবাসা দিবস উপলক্ষে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালীন সময়ে জহুরুল নিজ কক্ষে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। পরে শিশু উন্নয়ন কেন্দ্রে অন্য কিশোররা দেখতে পেয়ে ঝুলন্ত দেহ নামিয়ে কর্মকর্তাদের খবর দেয়। জহুরুলকে মন্জুরুল হাসানসহ কর্মকর্তারা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনার তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।