ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়িতা সন্মাননা পেলেন কক্সবাজারের উদ্যোক্তা লাকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
জয়িতা সন্মাননা পেলেন কক্সবাজারের উদ্যোক্তা লাকী

কক্সবাজার: এবার কক্সবাজারে জয়িতা সন্মাননা পেয়েছেন জেলার পরিচিত মুখ,নারী  উদ্যোক্তা ফাতেমা ইসলাম লাকী।  অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী যে নারী এই ক্যাটাগরিতে তাকে জয়িতা সম্মাননা দেওয়া হয়।

 

করোনা মহামারির কারণে রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একই সঙ্গে বাংলাদেশ শিশু অ্যাকাডেমির সভাকক্ষ,চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মেলন কক্ষ এবং কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মেলন কক্ষসহ দশটি জেলায় জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে নিজ নিজ জেলায় বিজয়ীদের হাতে সন্মাননা তুলে দেওয়া হয়।  

অনুষ্ঠানে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফলিলাতুন নেসা ইন্দিরা প্রধান অতিথি হিসেবে একে একে জয়িতা সন্মাননা প্রাপ্ত বিজয়ীদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার ও মহাপরিচালক ফরিদা পারভীন।

কক্সবাজার শহরের বইল্ল্যা পাড়ার বাসিন্দা লাকী তার অনলাইন প্লাটফর্ম বন্ধুতার মাধ্যমে অনলাইন বিজনেস পরিচালনার পাশাপাশি নারী উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

প্রতিক্রিয়ায় লাকী বলেন, আমার কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছি। এটি আমার জন্য শ্রেষ্ঠ অর্জন। এটি আমার কাজের গতি আরও বাড়িয়ে দেবে।  


বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এসবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।