জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে সজিব আহম্মেদ (২৫) ও জুলহাস উদ্দিন (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ও দিনগতের উপজেলার পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জিআরপি পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে সজিব উপজেলার চেচিয়াবাঁধা রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করছিলেন। দিনগত রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থেকে চট্টগ্রামগামী ৩৮ নম্বর ডাউন মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
এদিকে রোববার সন্ধ্যায় উপজেলার ভাটারা-কেন্দুয়া রুটের মধ্যবর্তী স্থানে রেললাইনে হাঁটছিলেন জুলহাস উদ্দিন। এ সময় চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধু সেতুগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলজার হোসেন বাংলানিউজকে জানান, নিহত সজিব মানসিক ভারসাম্যহীন ছিলেন। আর জুলহাস নেশাগ্রস্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিলেন। কারো পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
আরআইএস