মৌলভীবাজার: মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে মেয়র চত্বরে নির্মাণ হচ্ছে উন্মুক্ত মঞ্চ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) উন্মুক্ত মঞ্চের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র ফজলুর রহমান।
মৌলভীবাজারের সংস্কৃতিকর্মীদের দীর্ঘ দিনের দাবি ছিল শহরে একটি উন্মুক্ত মঞ্চের। তাদের দাবির প্রেক্ষিতে উন্মুক্ত মঞ্চ নির্মাণের উদ্যোগ নেন মেয়র ফজরুল রহমান।
প্রায় ৫০০ আসন বিশিষ্ট এই উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে, হবে নাটক, গান ও নৃত্যানুষ্ঠান।
সোমবার উন্মুক্ত মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিকর্মী মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, জেলা নাট্য পরিষদের সভাপতি আব্দুল মতিন, মনু থিয়েটারের আ স ম সালেহ সোহেল প্রমুখ।
এছাড়াও মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর ফয়ছল আহমদ, নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
বিবিবি/এমজেএফ