ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সার্চ কমিটিতে নাম, যা বললেন ইলিয়াস কাঞ্চন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
সার্চ কমিটিতে নাম, যা বললেন ইলিয়াস কাঞ্চন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) হতে চাওয়া প্রার্থী ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি।  

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে (https://cabinet.gov.bd/) তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

 

সেখান থেকে জানা যায়, সিইসি ও ইসি হতে চাওয়া প্রার্থী তালিকায় রয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নাম।  

এ বিষয়ে বাংলানিউজকে ইলিয়াস কাঞ্চন বলেন, এ বিষয়ে আমি অবগত নই। বর্তমানে একটি কাজে ঢাকার বাইরে রয়েছি। আগে বিষয়টি সম্পর্কে জানি, তারপর এ বিষয়ে কথা বলতে পারব।  

এদিকে বেশ কিছুদিন ধরেই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনায় রয়েছেন ইলিয়াস কাঞ্চন। গত ২৮ জানুয়ারির নির্বাচনে দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগরকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪,২০২২
এনএটি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।