ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাবতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
গাবতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর গাবতলীতে বাস ধাক্কায় জাবেদ আলী ওরফে জয়নাল (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি)  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জাবেদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার রসূলপুর গ্রামে। ৪ সন্তানের জনক ছিলেন তিনি।

দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) জাবেদ আলী জানান, মাগরিবের নামাজ পরার পর ওই ব্যক্তি গাবতলী বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন। তখন একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, বাসটি শনাক্ত করা যায়নি। তবে সেটি সিটি থেকে সাভারের দিকে গিয়েছে বলে জানতে পেরেছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এদিকে নিহতের মেয়ের জামাই আনোয়ার হোসেন জানান, তার শ্বশুর গাবতলীতে একটি বাস কাউন্টারে চাকরি করতেন।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।