ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ঢাকাগামী যাত্রীবাহী দুটি বাস থেকে ১৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে দুই বাসের চালকসহ ছয়জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাইপাস মোড়ে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বাসের চালকসহ ছয়জনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও মো. মোক্তার হোসেন।
ইউএনও জানান, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম ও রাজীব পরিবহন নামে বাস দুটির বক্সে কয়েকটি প্যাকেটে প্রায় ১৫ মণ জাটকা বহন করা হচ্ছিল। গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে জাটকা জব্দ করা হয়। পরে রাতেই উপজেলার বিভিন্ন এতিমখানায় জাটকাগুলো বিতরণ করা হয়।
বাসের ছয় স্টাফের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
আরএ