ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিআরটিসি বাসের ধাক্কায় পা ভাঙল বৃদ্ধের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
বিআরটিসি বাসের ধাক্কায় পা ভাঙল বৃদ্ধের ছবি: বাংলাদেশ

ঢাকা: রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে বিআরটিসি বাসের ধাক্কায় আমজাদ হোসেন (৬৭) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তার ডান পায়ের হাটুর নিচের হাড় ভেঙে গেছে।

আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. সুমন জানান, শাপলা চত্বরে ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। তখন বিআরটিসির একটি দ্বিতল বাস তাকে ধাক্কা দেয়। পরে বাসটি পালিয়ে যায়।

চিকিৎসাধীন আমজাদ হোসেন জানান, তার বাসা দক্ষিণ বনশ্রীতে। দুর্ঘটনার সময় মতিঝিলে একটি ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আহত ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি মতিঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।