টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে আগুনে পুড়ে হাছিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গারট্র গ্রামে আগুনে দগ্ধ হন ওই গৃহবধূ। হাছিনা বেগম ওই এলাকার আব্দুল বারেকের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূ হাছিনা আক্তার সোমবার সন্ধ্যায় রান্না ঘরে রাতের খাবার রান্না করছিলেন। এ সময় হঠাৎ অসাবধানতাবশত তার শরীরে আগুন লাগে। পরে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
আরএ