ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন থেকে জসিম উদ্দিন নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।

নিহত জসিম উদ্দিন উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রামের বাসিন্দা সলিম উল্লাহর ছেলে। তিনি টোব্যাকোসহ কয়েকটি কোমল পানীয় কম্পানির সঙ্গে ডিলারশিপ ব্যবসা করে আসছিলেন।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে  নিখোঁজ হন। তখন থেকে তার মোবাইলও বন্ধ ছিল। এ ঘটনায় নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী জোসনা আকতার পরের দিন উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পাঁচ দিন পর বাজারের গোডাউন থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের সন্দেহ হয়। তারা উখিয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে জসিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন জানান, হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনে আলামত সংগ্রহ করতে সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসেছে।

নিহতের পিতা সলিম উল্লাহ দাবি করেন, জসিমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এসবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।